প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:৯
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের ঐতিহ্যবাহী আমশড়া জোড়পুকুর বাজারের মাঠে "ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল-মাদক ছেড়ে খেলি চল" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ভলিবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটি যুবকদের মধ্যে শারীরিক সুস্থতা এবং মাদকবিরোধী সচেতনতা তৈরি করতে বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা করছেন। গত ১৮ জানুয়ারি ২০২৫ তারিখে শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৩য় ম্যাচ আজ বিকেলে অনুষ্ঠিত হয়। খেলায়
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের কৃন্দর্পপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতাখেলা। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই খেলা অনুষ্ঠিত হয়, যেখানে হিলি ও আশপাশের এলাকা থেকে ৮টি তান্ত্রিক দল অংশগ্রহণ করে। পাতাখেলা একটি তান্ত্রিক খেলা, যেখানে দলগুলি মন্ত্রের মাধ্যমে পাতাকে নিজেদের দিকে টানার চেষ্টা করে। খেলার জন্য মাঠের মাঝখানে কলাগাছ স্থাপন করা হয়। তান্ত্রিকরা তাদের
পিরোজপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে অনূর্ধ্ব ১৮ বছরের বালক ও বালিকাদের নিয়ে যুব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। যুব কাবাডি প্রতিযোগিতায় জেলার সাত উপজেলার সব কয়টি থেকে বালক দলে অংশগ্রহণ করেন। পিরোজপুর সদর, কাউখালি, ভান্ডারিয়া, মঠবাড়িয়া চার উপজেলা তেকে বালিকা দল অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুরের
খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় কাবাডি ও দাবা প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুলে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল, "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"। জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের ঐতিহ্যবাহী আমশড়া জোড়পুকুর বাজারে "ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল-মাদক ছেড়ে খেলি চল" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ভলিবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুবিল ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন মহর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মেহেদী আফজাল পারভেজ, সলঙ্গা