
প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২০, ১:৫৮

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে শিগগিরই সিঙ্গাপুর-হংকংসহ কয়েকটি দেশে দুদকের প্রতিনিধি দল পাঠানো হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
বৃহস্পতিবার দুদক কার্যালয়ে কর্মরতদের শিশু সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
ইকবাল মাহমুদ বলেন, বিদেশে অর্থপাচারকারীদের সম্পদ বাজেয়াপ্ত করতে সংশ্লিষ্ট দেশের সাথে যোগাযোগ করছে দুদক। এছাড়া দুদকের মামলায় বিদেশে পলাতক আসামিদের ধরতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানান ইকবাল মাহমুদ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব