
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৬

চীন থেকে ঢাকায় ফিরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন চীনফেরত এক ছাত্র। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে আনেন সুভাষ নামের এক পুলিশ কনস্টেবল। ওই ছাত্রের নাম হৃদয় খান (২৫) বলে জানা গেছে। তার বাড়ি লক্ষ্মীপুর সদরে।
পরিবারের বরাত দিয়ে ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, আজ সকালে নিজ উদ্যোগে চীন থেকে বাংলাদেশ আসেন হৃদয়। ১০টার দিকে সায়েদাবাদ বলাকা বাস টার্মিনালে তিনি অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। পুলিশ তাকে ঢামেকে নিয়ে আসে। তাকে ৭০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছিল। পরে হৃদয় খানের মামা সিদ্দিকুর রহমান তাকে ঢামেক থেকে বাসায় নিয়ে যান।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
