
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৬
শ্বাসকষ্ট নিয়ে গত ৩১ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই থেকে হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার সেখান থেকে সরাসরি চলে আসেন সচিবালয়ে। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাদের। এ সময়ও তার বাম হাতে ক্যানুলা লাগানো ছিল।
তার শরীরের খোঁজ-খবর নেওয়ার এক পর্যায়ে সাংবাদিকরা জানতে চান, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন হলো, দেশের ইতিহাসে এত কম ভোটার কখনও হয়নি। এ বিষয়টি কীভাবে মূল্যায়ন করছেন?
