
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৬

চীনের নাগরিকদের জন্য একমাসের জন্য অন অ্যারাইভেল ভিসা পদ্ধতি বন্ধ করেছে বাংলাদেশ। রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এতথ্য জানান। তিনি বলেন, এছাড়া এখন থেকে বাংলাদেশের জন্য ভিসা আবেদন করতে হলে স্বাস্থ্যসনদ দেখাতে হবে চীনের নাগরিকদের।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এখানে কর্মরত চীনের নাগরিকদের আমরা অন্তত একমাস তাদের দেশে না ফিরতে পরামর্শ দিয়েছি। এছাড়া, বর্তমানে চলমান চীনা প্রজেক্টগুলোতে কাজ করতে দেশটির আর কোনও নাগরিককে চীন থেকে আনাও হবে না।” আব্দুল মোমেন বলেন, “চীনের কর্তৃপক্ষকে আমরা এই বিষয়গুলো জানিয়েছি এবং তারাও তাতে সম্মতি প্রদান করেছে।”
করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানে মোট ৩১৬ বাংলাদেশি আটকা পড়েন। পরবর্তীতে শনিবার (১ ফেব্রুয়ারি) বিমানের বিশেষ ফ্লাইটে করে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়। তাদেরমধ্যে ১০জনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তত্ত্বাবধানে রাখা হয়েছে।
প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী জরুরি সতর্কতা জারি করে। রবিবার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত অন্তত ৩০৫জন করোনাভাইরাস আক্রান্তের মৃত্যুর খবর জানা যায়। এদিকে, চীনে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিজেদের সবধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। এছাড়া গুগল, স্টারবাক এর মতো প্রতিষ্ঠানগুলোও একই সিদ্ধান্ত নিয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব