
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৯

ভোলার বোরহানউদ্দিন পৌরসভার দৈনিক মজুরী ভিত্তিক সদ্য প্রয়াত নিখিল চন্দ্র দে’র পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম। পৌরসভা কার্যালয়ে সোমবার দুপুরে বোরহানউদ্দিন পৌরসভা ও পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের পক্ষ থেকে তিনি নিখিল চন্দ্র দে’র স্ত্রী অর্চণা রানী দে ও ছেলে সুজন চন্দ্র দে’র হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।
ওই সময় পৌরসভার সচিব প্রণয় চন্দ্র সাহা, পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মনজুর হোসেন উপস্থিত ছিলেন। উল্লেখ্য পরিচ্ছন্নতা কর্মী নিখিল চন্দ্র দে গত বছরের ২৭ ডিসেম্বর মারা যান।
ইনিউজ ৭১/এম.আর
