
প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২০, ২:২৯
বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার আসামি ইফতি মোশাররফ সকালের বাবা ফকির মোশাররফ হোসেন স্ট্রোক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাই হি রাজিউন)। শনিবার রাতে মারা যান তিনি।
ইফতির মা রাবেয়া বেগম বলেন, তাদের বাড়ি রাজবাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ডের ধুনচি গ্রামের আটাশকলোনি এলাকায়। ৩০ জানুয়ারি ঢাকার আদালতে ইফতির শুনানির দিন ছিল। ওইদিন ছেলের শুনানিতে মোশাররফ হোসেন ঢাকায় গিয়েছিলেন। ঢাকা থেকে বাড়ি ফেরার পর থেকেই ছেলের জন্য দুশ্চিন্তায় ছিলেন। শনিবার রাতে হঠাৎ করে স্ট্রোক করেন তিনি। প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শনিবার রাত ৩টার দিকে মারা যান মোশাররফ।
শনিবার দুপুরে রাবেয়া বেগম স্বামীর জন্য বিলাপ করছেন আর বলছেন, ছেলে জেলে, স্বামীও চলে গেল। এখন আামি কী করব।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব