
প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৫
ভোটের সকালে শীত এবং যানবাহনের অভাবের কারণে, ভোটার সংখ্যা কম ছিল। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের দুই মেয়রপ্রার্থীকে সাথে নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, মানুষ কাদের চায় এটি পরিষ্কার। বিএনপি ক্ষমতায় থাকাকালীন নানান অপকর্ম করায় তাদের পাশে নেই জনগণ।
এর আগে, আওয়ামী লীগের দুই মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এ সময় আওয়ামী লীগের সিটি নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব