
প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২০, ৪:৪৭
বরিশালের হিজলা উপজেলার বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের তাহিরা নামের ৭ম শ্রেণীর এক ছাত্রী, উক্ত বিদ্যালয়ের নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তাহিরা বাহেরচর এলাকার কবির সিকদারের মেয়ে।
ঘটনাটি বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের কাছ থেকে জানা গেছে, ১লা ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১০ টায় তাহিরা হঠাৎ দৌড়ে চারতলা ভবনের ছাদে উঠে আত্মহত্যার জন্য। তার পিছনে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও সেখানে পৌঁছনোর কারণে সে আর সফল হয়নি। তবে ছাদে উঠার সময় তার ডান পায়ে দুটি লোহা ঢুকে আহত হয়। পরে তাকে হিজলা হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।
তাহিরা ইনিউজ৭১কে জানায়, এক বছর আগে ঢাকা জেলার সখিপুরের সৌদি প্রবাসী সাইফুল ইসলাম নামে ব্যক্তির সাথে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হয়েছে। আজ বিদ্যালয়ে যাওয়ার পরে তার শ্রেণীর একজন বিয়ের ব্যাপারে জানতে চাইলে, তার মাথা গরম হয়ে যায় এবং আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। কারণ এ বিয়েতে তার মত নেই তাছাড়া সে জেনেছে তার বর চলতি মাসেই দেশে আসবে। তবে বাল্য বিয়ের এই অভিশাপ থেকে সে মুক্তি পেতে চায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরবর্তীতে এই মেয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব