প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ১৮:১
নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রার্থিতা ফিরিয়ে পেতে আপিলের সংখ্যা ৩৮০টি পৌঁছেছে। এর মধ্যে ২৭৭টি আপিল মঞ্জুর করা হয়েছে, ৮১টি আপিল নামঞ্জুর হয়েছে এবং ২৩টি আপিল এখনও পেন্ডিং রয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ। ইসি সচিব জানান, আপিলের পঞ্চম দিনে মোট ১০০টি শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৭৩টি আপিল মঞ্জুর করা হয়েছে, ১৭টি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দল-মতের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ, ত্রুটিবিহীন ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, এই নির্বাচন ইতিহাসের অংশ হয়ে থাকবে, তাই পুলিশের বিরুদ্ধে যেন কোনো ধরনের অভিযোগ না ওঠে—সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিসেম্বর মাসের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট আয়োজনের সিদ্ধান্ত এবং সেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে অন্তর্বর্তী সরকারের সক্রিয় প্রচারণা নির্বাচন ও গণভোট—দুটোরই নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। বিশ্লেষক ও আইন বিশেষজ্ঞদের মতে, ভোটের মাত্র এক মাস আগে সরকারের এমন অবস্থান পুরো প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করতে পারে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার
ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, দুই দেশের তিন বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে নয়া দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে এক
চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ওরফে ডাবলুর মৃত্যুর ঘটনাকে অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ঘটনায় অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের সেনানিবাসে প্রত্যাহার এবং একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে আইএসপিআরের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, গত ১২ জানুয়ারি রাত