চীনে অবস্থানরত কোনো বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হলে চীন সরকার চিকিত্সার খরচ বহন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান।চীনের উহান শহরে থাকা বাংলাদেশিদের মধ্যে মোট ৩৭০ জন দেশে আসতে সম্মত হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তবে ১৫ জন বলেছেন ভাইরাস নিয়ে তারা দেশে ফিরতে চান না।মন্ত্রী বলেন, “দেশে ফিরতে চান, এমন আরও কিছু লোক হয়তো আছেন। চীনা কর্তৃপক্ষের অনুমতি পেলে আমরা তাদের নিয়ে আসব।”
তবে ৬ ফেব্রুয়ারির আগে উহান থেকে চীন কাউকে বের হতে দেবে না বলে জানান তিনি।চীন ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের কোনও পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এরকম কোনো পরিকল্পনা আপাতত নেই।তিনি বলেন, এখনও পর্যন্ত কোনো বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। কারও মধ্যে উপসর্গ দেখা গেলে হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে এই ব্যবস্থা নিয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।