
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ১৭:৫৯

রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ পারভীন (৩৫) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) পারভীনের মৃত্যু হয়।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরো বলেন, পারভীনের শরীরের ৯০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। তিনি বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। পারভীন চলন্তিকা বস্তিতেই বসবাস করতেন। তার তেমন কোনো আত্মীয়স্বজন নেই। তার মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে। ময়নাতদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
গতকাল ভোর সোয়া ৪টার দিকে দু’টি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। অগ্নিকাণ্ডে বস্তিটির ৩৭৭টি ঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ড তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। মিরপুর-৭ নম্বর সেকশনে রূপনগর থানার পেছনের এই বস্তিটিতে গত বছরের ১৬ অগাস্ট অগ্নিকাণ্ডে কয়েক হাজার ঘর পুড়ে যায়।
ইনিউজ ৭১/এম.আর
