মেলাহাট চান (৪৭) নামে ওই অঞ্চলের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপি'কে বলেন, 'এটি খুব ভয়ঙ্কর ছিল, আসবাবপত্রগুলো আমাদের উপরে পড়ছিল, আমরা ভয়ে বাইরে পালিয়ে এসেছি।
তিনি আরও বলেন, আগামী দিনগুলো আমরা শহরের বাইরে একটি ফার্মহাউসে কাটিয়ে দিব।
তুরস্কের দুর্যোগ ও জরুরী ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮ টা ৫৫ মিনিটে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।
সংস্থাটি আরও জানিয়েছে, ভূমিকম্পে এলাজিগ প্রদেশের প্রদেশের ৮ জন এবং এর পার্শ্ববর্তী প্রদেশে মালাতিয়ায় ৬ জনের প্রাণহানি ঘটেছে।