
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ০:৩৮
ব্রাক্ষণবাড়িয়া সরাইলে সাম্প্রতিক সময়ে মাদক নির্মুলে পুলিশ বিরাম হীন কাজ চালিয়ে যাচ্ছে, বিষয়টি জানিয়ে সরাইল থানার ওসি মোঃ সাহাদাত টিটো বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, মাদকের করাল গ্রাসে যুব সমাজ আজ ধ্বংস হতে চলেছে, মাদকের কারণে অনেক পরিবারে অশান্তি বিরাজ করছে, তবে মাদক,জুয়া, দাঙ্গা নির্মুলে এখন কার পুলিশ বসে নেই। এই সব থেকে পুরোপুরি পরিত্রাণ পেতে হলে সামাজিক আন্দোলনের বিকল্প নেই।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যারপর উপজেলার সদরে উচালিয়া মোড় সিএনজি মালিকওশ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে ইসলামী মহা সম্মেলনে আমন্ত্রিত অতিথির ব্যক্তবে ওসি সাহাদাত হোসেন এ কথাগুলো বলেন।
উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্য করে ওসি শাহাদাত হোসেন আরো বলেন, একেবারে নির্মূল করা পুলিশের দ্বারা এককভাবে সম্ভব নয়,এই কাজে প্রতিটি মানুষ এগিয়ে আসতে হবে, পাশাপাশি পুলিশকে সহযোগিতা করতে হবে, আমি বিশ্বাস করি পুলিশ- জনতা এক হয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে মাদকমুক্ত সরাইল গড়া সম্ভব, ইসলামেও মাদকের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা দেয়া আছে, আসুন আমরা মুসলমান হিসাবে ইসলাম বিরোধী এ কাজ বন্ধে ঐক্যবদ্ধ হয় এবং সামাজিক আন্দোলন গড়ে তুলি।
উচালিয়া পাড়া মাদ্রাসা কমিটির সভাপতি হাফেজ আব্দুল সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনের প্রধানমন্ত্রী ছিলেন খুলনা জাকারিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা হযরত মাওলানা আব্দুল হান্নান উসমানী, বিশেষ অতিথি ছিলেন ঢাকা দারুস সালাম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল বাশার সরাইলি, আইরল ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওঃ আবুল কাশেম হাশেমী, এ সময় আরো উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, সিএনজি ষ্ট্যান্ডের সভাপতি মোঃ জাকারিয়া, মোঃ সোনা মিয়াসহ এলাকার আলেম, মুসল্লিগণ। পরে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে সমস্ত মুসলমানের শান্তি কামনা করে দুনিয়া ও আখেরাতের জন্য দোয়া কামনা করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব