প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ১৬:৪৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট আয়োজনের সিদ্ধান্ত এবং সেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে অন্তর্বর্তী সরকারের সক্রিয় প্রচারণা নির্বাচন ও গণভোট—দুটোরই নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। বিশ্লেষক ও আইন বিশেষজ্ঞদের মতে, ভোটের মাত্র এক মাস আগে সরকারের এমন অবস্থান পুরো প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করতে পারে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার
ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, দুই দেশের তিন বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে নয়া দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে এক
চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ওরফে ডাবলুর মৃত্যুর ঘটনাকে অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ঘটনায় অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের সেনানিবাসে প্রত্যাহার এবং একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে আইএসপিআরের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, গত ১২ জানুয়ারি রাত
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলচ্চিত্র ও সিরিজ নির্মাণে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুদকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন উন্নয়নে দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’ এবং সিরিজ ‘খোকা’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, তরুণরা ইতিমধ্যে দল করেছে, এবং অনেকেই নিশ্চিতভাবে নির্বাচিত হবেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ড. ইউনূস শিক্ষার মূল উদ্দেশ্য