বরিশাল জেলার বাবুগঞ্জে অভিযান চালিয়ে এক চাঁদাবাজকে আটক করেছে র্যাব। র্যাব জানান নুর আলম র্যাবের নাম পরিচয় ব্যবহার করে বিভিন্ন লোকের কাছ থেকে চাঁদা দাবীসহ চাঁদা আদায় করে আসছিলো। চাঁদার টাকা দিতে অস্বীকার করিলে র্যাব দ্বারা ধরে মামলায় ফেলে হয়রানী করার হুমকী দিত।
এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-৮ এর একটি আভিযানিক দল গতকাল বুধবার সকালে বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন কেদারপুর খেয়াঘাটের সামনে থেকে পিতাঃ মৃত জালাল উদ্দিন হাওলাদার ছেলে মোঃ নূর আলমকে গ্রেফতার করে।
পরে সন্ধ্যায় আটকের বিষয়টি ইমেল বার্তায় মিডিয়াকে নিশ্চিত করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে। এবং সে বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে বিকাশ এর মাধ্যমে টাকা হাতিয়ে নিতো। র্যাবের নামে চাঁদা দাবি করে এবং অনেকের কাছ থেকে নানান রকমভাবে ভয়ভিত দেখিয়ে চাঁদার টাকা উত্তোলন করেছে। র্যাব জানান মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।