
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ৪:১৯

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের কুঞ্জনগর গ্রামে পানিতে ডুবে মিষ্টি খাতুন (দেড় বছর) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। নিহত মিষ্টি কুঞ্জনগর মিকুশিস স্কুল পাড়ার গ্রামের নসিমন চালক ইমাদুল হকের একমাত্র মেয়ে। বুধবার (২২ জানুয়ারী) বিকেলে হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশেই একটি গর্তে বেশ পানি জমে ছিল। শিশু মিষ্টি খেলতে খেলতে সবার অজান্তেই ওই পানিতে পড়ে গেলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা খোজাখুজির একপর্যায়ে মৃত দেহ পানিতে ভাসতে দেখে চিৎকার দেয়। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা বার বার মূর্ছা যাচ্ছে। পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দাফনের অনুমতি দিয়েছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব