আমরা শেখ হাসিনার নেতৃত্বে গ্রামগঞ্জের সকল ঘরে ঘরে বিদ্যুতায়ানে সক্ষম হয়েছি: নাহিম রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১১ই ডিসেম্বর ২০১৯ ০৪:৩০ অপরাহ্ন
আমরা শেখ হাসিনার নেতৃত্বে গ্রামগঞ্জের সকল ঘরে ঘরে বিদ্যুতায়ানে সক্ষম হয়েছি: নাহিম রাজ্জাক

শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেছেন, আমরা কাজে এবং কর্মের সাথে সংযোগ রেখে এলাকাতে কাজ করতে চাই। মানুষের প্রত্যাশা অনুযায়ী মানুষের সাথে থেকে আগামীর ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে কাজ চলমান রাখতে চাই। আজকে আমাদের সাহস এবং অনুপ্রেরণা হচ্ছে আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কথায় আছে নেতা যদি কাজে-কর্মে সঠিক থাকে তাহলে নেতাকর্মীরাও কাজে-কর্মে সঠিক থাকে। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রামে গঞ্জে সকল ঘরে ঘরে বিদ্যুতায়ানে সক্ষম হয়েছি। তাই আজ ডামুড্যা শতভাগ বিদ্যুয়ান উপজেলা। আজকে গ্রামগঞ্জে কাঁচা রাস্তা থেকে সকল রাস্তা পাকা উন্নত হয়েছে। বুধবার বেলা ১২টায় শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের অধিনে ও ঠিকাদারী প্রতিষ্ঠান মইনুদ্দিন বাশি লিমিটেডরে বাস্তাবায়নে

৬ কোটি টাকা ব্যয়ে ৩১,৮২৮ মিটার দৈর্ঘ্য ডামুড্যা শরীয়তপুরসড়কের বুড়িরহাট খালের উপর নির্মিত ব্রীজের কাজের উদ্বোধ শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নাহিম রাজ্জাক আরো বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিসেম্বর মাসে বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার পরে দেশে ফিরে এসে বলেছেন আমি এ দেশকে স্বাধীন করেছি এখন আমি একটি শিক্ষিত জাতি গড়তে চাই। তাই শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তাঁর কাজ এবং পরিকল্পনা বাস্থবায়ন করতে যাচ্ছেন।

শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশিক কাদেরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার তানভীর আল নাসির, ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহমেদ, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, সমাজ সেবক চৌধুরী মহিবুর রহমান বাবু, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুদ্দিন ঢালী, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ খোকন মেম্বার, ইসলামপুর আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন মোল্লা,কনেকশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্চু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম, প্রচার সম্পাদক ফারুক আলম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মেহেদী হাসান নাহিদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মন্টি মাঝি প্রমুখ।

ইনিউজ ৭১/এম.আর