কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানার বি-চাপিতলা গ্রামে এ ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন বাঙ্গরা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন।
নিহত রুজিনা বেগম (৩০) একই গ্রামের নজরুল মোল্লার ছেলে ফারুকের (৪০) স্ত্রী। তাদের তিন কন্যা সন্তান রয়েছে।
মুরাদনগর সার্কেল এসপি জাহাঙ্গীর আলম বলেন, “পারিবারিক কলহের কারণে সন্তানরা ঘুমিয়ে পড়ার পর স্ত্রীকে হত্যা করে স্বামী। এরপর স্বামী নিজেও আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।”
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।