সরাইলে কমিউনিটি পুলিশিং-ডে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শনিবার ২৬শে অক্টোবর ২০১৯ ০৩:১১ অপরাহ্ন
সরাইলে কমিউনিটি পুলিশিং-ডে অনুষ্ঠিত

পুলিশই জনতা-জনতাই পুলিশ, এ প্রতিপাদ্য নিয়ে"পুলিশের সঙ্গে কাজ করি মাদক- জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি" এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কমিউনিট পুলিশিংডে-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

সরাইল থানা ও থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে বর্ণাঢ্য  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটোর নেতৃত্বে শনিবার  সকালে থানা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার  গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে থানা কমপ্লেক্সে শেষ হয়। ২৬ অক্টোবর সকাল এগারটায় থানা কমপ্লেক্স এর হল রোমে অনুষ্ঠিত আলোচনা সভায় সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, বিশেষ অতিথি  সিনিয়র সহকারী পুলিশ সুপার(অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত).সরাইল সার্কেল মোঃ মকবুল হোসেন,সরাইল থানা ওসি( তদন্ত) মোঃ নুরুল হক নুর এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, সরাইল থানা কমিউনিটি কমিটির সদস্য সচিব ও পানিশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ দ্বীন ইসলাম, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পপাদক মোঃ তাসলিম উদ্দিন,জেলা পরিষদের সদস্য মোঃ পায়েল মৃধা,  মুফতি আলী আজ্জম, সরাইল কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আহামদ মৃধা, ইউপি সদস্য মোঃ ফরহাদ, মোঃ সোহরাব, অরবিন্দ, দেওয়ান আলী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ বাবুল মিয়া, মোঃ ইজ্জত আলী,  সুমন মুন্সীসহ  বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।