ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দেশীয় অস্ত্র সমর্পন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১১সেপ্টেন্বর) বিকালে উপজেলার নোয়াগাওঁ ইউনিয়নের তেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে দেশীয় অস্ত্র সমর্পন করা হয়। তেরকান্দা গ্রামে দাঙ্গা নিরসনের লক্ষ্যে তেরকান্দা গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত দেশীয় অস্ত্র সমর্পন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসারএ এস এম মোসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাহাদাত হোসেন টিটো। নোয়াগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাজল চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোঃ ফরিদ উদ্দিন মৃধা, হারুন রশিদ, ইউপি সদস্য মোঃ ফজলুল হক, সভা পরিচালনা করেন আমির আলী, এসময় তেরকান্দা গ্রামের সর্বস্তরের লোকজনের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে দেশীয় অস্ত্র সমর্পনের মাধ্যমে দাঙ্গামুক্ত এলাকা গড়ার অঙ্গীকার করেন এলাকার জনসাধারণ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।