
প্রকাশ: ১৪ মার্চ ২০১৯, ২২:৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জিনাত হুদা জানিয়েছেন, ছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে তিন রাত ঘুমাতে পারেননি তিনি। রোকেয়া হল সংসদে পুনর্নির্বাচন দেওয়ার এখতিয়ার তার নেই বলেও জানান প্রভোস্ট। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে হলের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে ড. জিনাত হুদা এ কথা জানান। যদিও পুনর্নির্বাচন দাবিতে বিক্ষোভ ও অনশনরত শিক্ষার্থীরা প্রভোস্টকে দেখা করে কথা বলার দাবি জানালেও তিনি তাদের অনুরোধ রাখেননি।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. জিনাত হুদা বলেন, ১১ তারিখ নির্বাচনের আগের দিন বিশ্ববিদ্যালয় থেকে ৬টি ব্যালট বাক্স এবং ৩টি ট্রাংকসহ কেন্দ্রীয় সংসদের জন্য ৪ হাজার ৬০৮টি এবং হল সংসদের জন্য ৪ হাজার ৬৩৮টি ব্যালট পেপার সরবরাহ করা হয়। ভোটের দিন ৬টি ব্যালট বাক্স ভোট কেন্দ্রে রাখা হয়। আর বাকি ৩টি ট্রাংক ২ হাজার ৬০৮টি ব্যালট পেপারসহ পাশের রুমে রাখা হয়। এ নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পরে ওইগুলো সব প্রার্থীকে দেখানোও হয়। সেগুলোতে কোনো সিল মারা ছিল না।

ইনিউজ ৭১/এম.আর