আগৈলঝাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: বুধবার ১৩ই মার্চ ২০১৯ ০৮:০০ অপরাহ্ন
আগৈলঝাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

“প্রাথমিক শিক্ষা দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি।” এই শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে বরিশারের আগৈলঝাড়ায় পালিত হল উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। এ উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বুধবার সকালে র‌্যালী, মীনা প্রদর্শনী, শিক্ষা মেলা, শিক্ষক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হেেয়ছে। উপজেলা পরিষদ চত্তর থেকে কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে বর্নাঢ্য র‌্যালী প্রধান সড়ক ঘুরে সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শেষ হয়। 

সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। আচোলনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, শিক্ষা কর্মকর্তা সিরাজুল হক তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদারসহ  বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ। পরে সেখানে মীনা প্রদর্শনী, শিক্ষা মেলা, শিক্ষক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হেেয়ছে। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব