রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর হাতে স্ত্রী খুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৩ই মার্চ ২০১৯ ০২:০৭ অপরাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর হাতে স্ত্রী খুন

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে।নিহতের নাম তসমিদা (২০) বেগম। শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে তার স্বামী আতাউল্লাহ । মঙ্গলবার দিবাগত (১২ মার্চ ) রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। ঘাতক স্বামী আতাউল্লাহকে আটক করেছে পুলিশ। আতাউল্লাহ জামতলী ১৫ নং ক্যাম্পের জে ব্লকের আবদুল্লাহর পুত্র। সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, পরকিয়ার ইস্যুকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।এক পর্যায়ে স্বামী আতাউল্লাহ স্ত্রী তসমিদাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

ঘটনার খবর পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে ঘাতক আতাউল্লাহকে আটক করতে সক্ষম হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, নিহতের গলায় নখের আঁচড় রয়েছে। হত্যাকান্ডের ব্যাপারে আটক স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সে হত্যার কথা অস্বীকার করছে। বিস্তারিত ময়না তদন্তের প্রতিবেদনে জানা যাবে।

ইনিউজ ৭১/এম.আর