পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় প্রাথমিকি শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার কুন্ডু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা,উপজেলা সহকারি শিক্ষা অফিসার জিন্নাত জাহান,সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মনিরুজ্জামন,প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন,মোঃ মোসলে উদ্দীন মিন্টু জোমাদ্দার,মোঃ জাকির হোসেন ও মোঃ আবদুল সালাম সিকদার প্রমূখ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।