কাউখালীতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৩ই মার্চ ২০১৯ ০১:৫৭ অপরাহ্ন
কাউখালীতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন

‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বুধবার সকালে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসীম আহমেদ সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, যুবউন্নয়ন কর্মকর্তা জুলহায কবির, সহকারী শিক্ষা অফিসার কেএম জামান, জাবেদ আলী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়,  সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ ফকির, কাউখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ, শিক্ষকনেতা লিটন কৃষ্ণ কর সহ আরও অনেকে। 

ইনিউজ ৭১/এম.আর