
প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ১৬:৫৫

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। মঙ্গলবার বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। সদ্য সাবেক হওয়া ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেকের স্থলাভিষিক্ত হলেন তিনি। এদিকে যুক্তরাজ্যের ঢাকা মিশন থেকে মঙ্গলবার গণমাধ্যমে একটি ভিডিও বার্তা পাঠানো হয়েছে। ৩৪ সেকেন্ডের এ ভিডিও বার্তায় হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, ‘বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার পদে কাজ করার জন্য মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছি।’

ইনিউজ ৭১/এম.আর