শরীতপুরের ভেদরগঞ্জ উপজেলার আরশি নগর নূরু মাস্টার কান্দি গ্রাম থেকে আব্দুল হক খাঁন (৫৫) নামে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করেছে সখিপুর থানা পুলিশ। মঙ্গলবার ( ১২ র্মাচ) সকাল ১২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। নিহত আব্দুল হক খাঁন পেশায় একজন নৌকা চালক।
আব্দুল হক খাঁনের স্ত্রী নূর জাহান বলেন, সোমবার দিবাগত রাতে নৌকা চালিয়ে মালাবার লোকজনকে বুঝিয়ে দেয়ার পর তিনি ঘরে ফিরে আসেন পরে আবারো তিনি সখিপুর ইউনিয়ন এর নুরুল হক মাস্টারের বাজারে যান। পরে রাতে আর বাড়ি না ফিরলে পরবর্তীতে ফজরের পড়ে তাকে খুজতে বের হন স্বজনেরা। এসময় মৃতের বোন জামাই আব্দুল মোল্লা খোজতে খোজতে তাকে আকবর বেপারীর একটি নির্জন পুকুর পারে তার লাশ দেখতে পেয়ে লোকজনকে খবর দেন। পরে সখিপুর থানায় খবর দিলে তাৎক্ষনিক পুলিশ এসে লাশটি উদ্ধার করেন।
এ ব্যাপারে স্থানীয় মেম্বার জামাল বেপারী ও স্থানীয় লোকজন বলেন,আব্দুল হকের সাথে কোনদিন কারো কোন শত্রুতা কখনো ছিলোনা। ভেদরগঞ্জ সার্কেল কল্লোল কুমার দও বলেন,আব্দুল হক কিভাবে মারা গেছে এখন পর্যন্ত আমরা কিছুই বুঝতে পারছিনা। তাই আমরা একটি ইউডি মামলা নিয়েছি এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরন করছি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।