কালকিনিতে ট্রাক্টর উল্টে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: মঙ্গলবার ১২ই মার্চ ২০১৯ ০৫:৫৭ অপরাহ্ন
কালকিনিতে ট্রাক্টর উল্টে চালক নিহত

মাদারীপুরের কালকিনিতে জমিতে হাল চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে আল-আমিন(৩০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি ট্রাক্টরটি ভাড়া এনে নিজ এলাকায় জমি চাষ করতেন। আজ(মঙ্গলবার) ১২টার দিকে কালকিনি উপজেলার শিকার মঙ্গল ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আল-আমিন উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর চর- আইরকান্দি গ্রামের জাহাঙ্গীর সিকদারের ছেলে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, নিজ বাড়ি থেকে গ্রামের রাস্তা দিয়ে পাশের একটি গ্রামের জমিতে হাল চাষ করার জন্য রাস্তা থেকে জমিতে নামতে গিয়ে ট্রাক্টরটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে আল-আমিনের মৃত্যু হয়।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাক্টরটি উল্টে খাদে পড়ে গেলে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব