ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভন বলেছেন, ডাকসুতে আমরা একসঙ্গে কাজ করবো, নুরুল হক নুর আমাদের সঙ্গে কাজ করবে। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দেওয়া বক্তব্যে একথা বলেন তিনি। এসময় তিনি কর্মীদের অবস্থান প্রত্যাহারের নির্দেশও দেন। অবস্থান প্রত্যাহারের নির্দেশ দিয়ে শোভন বলেন, না হলে তোমরা (ছাত্রলীগ কর্মীরা) আমাকে মানো না। তোমরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু রাখো।
বক্তেব্যের সময়ে ছাত্রলীগ কর্মীরা ‘নির্বাচন মানি না, মানবো না’ বলে শ্লোগান দিলে তিনি বলেন, অনেক সময় নিজেকে বলি দিতে হয়। এটা তোমাদের কাছে আমার অনুরোধ। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য আমরা সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে চাই। এর কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের মাঝে হামলার ঘটনা ঘটে। তবে হামলা থেকে উদ্ধার পেয়েই ভিপি পদ বাদে অন্য পদে পুনঃনির্বাচন চেয়েছেন তিনি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।