কাউখালীতে উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, উপজেলা প্রতিনিধি কাউখালি (পিরোজপুর)
প্রকাশিত: মঙ্গলবার ১২ই মার্চ ২০১৯ ০৩:১৪ অপরাহ্ন
কাউখালীতে উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে আলোচনা সভা

‘দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগণকে অবহিত এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম বাস্তবায়নের নিমিত্ত’ আলোচনা সভায় জেলা তথ্য অফিসের আয়োজনে ও কাউখালী উপজেলা প্রশাসনের সহযোগীতায় মঙ্গলবার সকালে উপজেলার নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মহসীন হোসনে তালুকদার, জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহিন চৈতী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী প্রেস ক্লাব সভাপাতি তারিকুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। 

মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত নির্দেশনা এবং ১০টি বিশেষ উদ্যোগ ব্রাল্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসজিডি), ভিশনঃ ২০২১ এবং ভিশনঃ ২০৪১ এর লক্ষ্য ও  অর্জন সমূহ, অটিজম, তথ্য অধিকার, মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব ও জঙ্গিবাদ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে জনগনকে অধিকতর অবহিত ও জনসম্পৃক্ত করণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ইনিউজ ৭১/এম.আর