
প্রকাশ: ১২ মার্চ ২০১৯, ২১:১৪

‘দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগণকে অবহিত এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম বাস্তবায়নের নিমিত্ত’ আলোচনা সভায় জেলা তথ্য অফিসের আয়োজনে ও কাউখালী উপজেলা প্রশাসনের সহযোগীতায় মঙ্গলবার সকালে উপজেলার নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মহসীন হোসনে তালুকদার, জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহিন চৈতী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী প্রেস ক্লাব সভাপাতি তারিকুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

ইনিউজ ৭১/এম.আর