সরাইলে বিভিন্ন দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: সোমবার ১১ই মার্চ ২০১৯ ০৯:০৭ অপরাহ্ন
সরাইলে বিভিন্ন দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধু ৯৯ ত্বম জন্ম বার্ষিকী জাতীয় শিশু দিবস ২৫ মার্চ গণহত্যা দিবস ২৬ মার্চ ২০১৯পালিত উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সোমবার(১১ মার্চ) সকাল সাড়ে ১০টার সময় সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা বক্তব্য রাখেন সরাইল উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, এসময় উস্হিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ তাহমিনা বেগম, সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভুঁইয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, উপজেলা সাস্ব্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ অজিত কুমার দত্ত, উপজেলা মহিলা কর্মকর্তা মোসাঃ ফাতেমা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসমত অালী, সরাইল দুর্নীতি দমন কমিশনের সভাপতি মোঃ শফিকুর রহমান কানু। 

আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার মোঃ অানোয়ার হোসেন,অরুয়াইল কলেজের অধ্যক্ষ মোঃ মুখলেছুর রহমান, সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা অাহমদ কামাল, সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অাবু বক্কর সিদ্দিক, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মানিক, সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোঃ বদর উদ্দিন বদু, অাওয়ামী লীগের অাহবায়ক কমিটির সদস্য মোঃ মুস্তাফিজুর রহমান,চুন্টা ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ দ্বীন ইসলাম, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খোকন, অাওয়ামী লীগ নেতা মোঃ মাহফুজ অালী, সরাইল রিপোর্টস ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শেলবী, সরাইল ক্রিড়া সংস্হার সাধারণ সম্পাদক এস এম ফরিদপ্রমুখ। এ সময় অারো ছিলেন, অফিসের কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণমাধ্যমের ব্যক্তিগন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব