দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিনে ইউসিসিএ(বিআরডিবি)কর্মচারীরা তিনদফা দাবিতে টানা পাচদিন ব্যাপী কর্মবিরতির দ্বিতীয়দিন পালন করেছে । সোমবার উপজেলা বিআরডিবি অফিসের সামনে ওই কর্মসূচী পালন করা হয়। কর্মবিরতি পালনকারীরা জানান, তাদের চাকুরী রাজস্ব খাতে অর্ন্তভূক্তিকরণ, চলতি জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন ও অবসরকালীন পূর্ণ সুবিধা বাস্তবায়নের দাবিতে তারা আন্দোলন করছেন। কর্মবিরতির ফলে ভোগান্তিতে পড়েন হাজার হাজার সমবায়ী।
অর্ধ-দিবস কর্মবিরতি পালন শেষে বোরহানউদ্দিন উপজেলা ইউসিসিএ’র প্রধান পরিদর্শক আবুল কাশেম, পরিদর্শক মো. সাদ্দাম হোসেন বক্তৃতা করেন। তারা সরকারের প্রতি তাদের ন্যায়সঙ্গত তিন দফা দাবি মেনে নেয়ার আহবান জানিয়ে বলেন, সোমবার থেকে টানা তিনদিন পূর্ণ দিবস কর্মবিরতি চলবে। দাবি মানা না হলে সারা দেশের ইউসিসি কর্মচারীরা এ মাসের ১৯ তারিখে রাজধানীতে মানববন্ধন কর্মসূচী পালন করবে। এরপর ২১ তারিখে ঢাকায় বিআরডিবি ভবন ঘেরাও কর্মসূচী পালন করা হবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।