বাস সংকট নিরসনের দাবিতে আমরণ অনশনে কুবি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১১ই মার্চ ২০১৯ ০৪:৩৭ অপরাহ্ন
বাস সংকট নিরসনের দাবিতে আমরণ অনশনে কুবি শিক্ষার্থী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বহনকারী বাস সংকট দূর করার দাবিতে আমরণ অনশনের ডাক দিযেছে বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিফাত আদনান। এদিকে শিক্ষার্থীরা তার অনশনে একাত্মতা প্রকাশ করলে শিক্ষার্থীদের ‘অমানুষের বাচ্চা’ বলে গালি দিয়েছে সহকারী প্রক্টর শুভব্রত শাহা। সোমবার (১১ মার্চ) দুপুর সাড়ে এগারোটা থেকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে আমরণ অনশনে বসে যায় রিফাত। তার সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। 

অনশন সম্পর্কে জানতে চাইলে রিফাত জানায়, ‘আমাদের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল বাস সংকট নিরসন করা, কিন্তু প্রশাসন আমাদের দাবি পূরণ করেনি। তাই আজ আর কোনো পথ না পেয়ে আমি আমরণ অনশনে বসেছি। আমি নিজেও দুদিন আগে বিশ্ববিদ্যালয়ের বাস চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারনে দুর্ঘটনার শিকার হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি অনশন চালিয়ে যাব।’

এদিকে শিক্ষার্থীদের অনশন ভাঙ্গানো ও শিক্ষার্থীদের বুঝাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শুভব্রত শাহা শিক্ষার্থীদের ‘অমানুষের বাচ্চা’ বলে গালি দিলে শিক্ষার্থীরা আরও প্রতিবাদী হয়ে ওঠে৷ শিক্ষার্থীদের গালি দেওয়ার বিষয়ে শুভব্রত শাহা বলেন, ‘আমি ভিসি স্যারের অসুস্থতার কথা বুঝাতে গিয়ে তাদের ‘মানুষের বাচ্চা না’ বলে ফেলি। এর জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়েছি।’

এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের পরিবহন কমিটির আহবায়ক ড. স্বপন চন্দ্র মজুমদার বলেন, ‘আমরা দ্রুত সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করছি৷ ইতোমধ্যে অনেকগুলো সমস্যার সমাধান হয়েছে।’ এছাড়াও শিক্ষার্থীদের আন্দোলন থেকে ফিরানোর জন্য তাদের নিজ নিজ বিভাগের শিক্ষকদের দ্বারা চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘আমরা বিআরটিসি চেয়ারম্যানের সাথে কয়েকবার বৈঠক করেছি। নতুন বাস আসলেই আমাদের পরিবহনে যুক্ত হবে।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব