
প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ২১:১২

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জন করেছে প্রগতিশীল ছাত্রজোট, কোটা সংস্কার আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বতন্ত্র জোট এবং স্বাধিকার স্বতন্ত্র পরিষদ। এই চার প্যানেল ছাড়াও বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীও ভোট বর্জন করেছেন। একই সঙ্গে নির্বাচন আবার অনুষ্ঠানের দাবির জানিয়েছেন প্যানেলগুলোর নেতারা। সোমবার দুপুর ১টায় ঢাবির মধুর ক্যান্টিনে যৌথ সংবাদ সম্মেলনে তারা এই ভোট বর্জনের কথা জানান। প্রগতিশীল ছাত্রজোটের ভিপি প্রার্থী লিটন নন্দী বলেন, একই সঙ্গে উপাচার্যের কার্যালয় সামনে আজ অবস্থান কর্মসূচি ও কাল ক্লাস বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর