হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইটের টয়লেট থেকে ১২ কেজি ওজনের মোট ১০৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। আজ সকালে এগুলো উদ্ধার করা হয়। ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইটটি আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে সকাল ১০টা ২০ মিনিটে শাহজালালে অবতরণ করে। অবতরণের পর ফ্লাইটটির পেছনের বামপাশের টয়লেট থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস তাদের নিজস্ব গোয়েন্দা তথ্য এবং রাষ্ট্রীয় অন্যান্য গোয়েন্দা সংস্থার তথ্যের সহায়তা নিয়ে কাজ করে থাকে। শাহজালালে স্বর্ণ উদ্ধারের জন্য জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহায়তা নেয়া হয়। তিনি আরও বলেন, স্বর্ণগুলো কে বা কারা এখানে রেখেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে স্বর্ণগুলোকে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা হবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।