ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে কবি সুফিয়া কামাল হলের ব্যালট বাক্স চেক করার দাবিতে বিক্ষোভ করছে বিভিন্ন ছাত্র সংগঠন। সোমবার সকালে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে আগে থেকে সিল মারা সহস্রাধিক ব্যালট পেপার উদ্ধারের পর ব্যালট বাক্স পরীক্ষা করার দাবি জানাচ্ছে সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা। প্রগতিশীল ছাত্র ঐক্য সমর্থিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী সুদীপ্তা মণ্ডল বলেন, ‘আমরা শুনেছি কুয়েত মৈত্রী হলে সিল মারা ভোটের বস্তা পাওয়া গেছে। তাই আমরাও ব্যালট চেক করতে চাচ্ছি। কিন্তু হলের সংশ্লিষ্টরা সেটা করতে দিচ্ছে না।’
ব্যালট বাক্স পরীক্ষা করার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করার পর প্রায় আধঘণ্টার বেশি সময় হলে ভোটগ্রহণ বন্ধ ছিল। বেলা সোয়া ১১টার দিকে আবার ভোট শুরু হয়। এসব অভিযোগের বিষযে জানতে চাইলে কবি সুফিয়া কামাল হলের প্রভোস্ট সাবিতা রেজওয়ান রহমান বলেন, ‘ব্যালট পেপার চেক করার জন্য তো ভেতরে সবাইকে প্রবেশ করানো যাবে না। আমরা শিক্ষার্থীদের বলেছি সব দলের তিনজন প্রতিনিধিকে ভোট কক্ষে প্রবেশ করার জন্য এবং ভোট কক্ষে যা দেখবেন তা এসে বাইরে বলতে হবে। কোনো উস্কানিমূলক কথা বলা যাবে না।’
সুফিয়া কামাল হলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হতাশা প্রকাশ করতেও দেখা যায় অনেক শিক্ষার্থীকে। অনেকেরই অভিযোগ, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তারা। এভাবে চলতে থাকলে আদৌ ২টার মধ্যে তারা ভোট দিতে সুযোগ পাবেন কিনা সন্দেহ রয়েছে। তবে যেভাবেই হোক, নিজেদের ভোটাধিকার তারা প্রয়োগ করবেন বলে জানিয়েছেন। স্বতন্ত্রসহ অন্যান্য দলের প্রার্থীরা অভিযোগ করেছেন, শিক্ষার্থীদেরকে ভোট দিতে নানাভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। ইচ্ছে করেই ভোটগ্রহণ প্রক্রিয়ায় সময়ক্ষেপণ করা হচ্ছে বলে দাবি করেছেন তারা।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।