
প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ১৮:১১

ইয়াবার চালান ও এক তরুণী বান্ধবীসহ বিজিবির হাতে আটক হয়েছেন নিজামুল হক নামের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। গতকাল রবিবার কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার রেজু খালের ব্রিজ এলাকার যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা তাকে আটক করে। রবিবার রাতে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, বিজিবি সদস্যরা পুলিশের সহকারী উপ-পরিদর্শকের নিকট থেকে এ সময় ৩ হাজার ২৯০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে। বিজিবি সদস্যরা পুলিশের সদস্যকে আটকের পর তরুণীসহ জেলা পুলিশের বিশেষ শাখায় হস্তান্তর করা হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর