
প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ১৭:৫৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ক্ষমতাসীন ছাত্রসংগঠনের বিরুদ্ধে ভোট প্রদানে নানাভাবে বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন হলে শিক্ষার্থীদেরকে ভোট প্রদানে বাধার অভিযোগ পাওয়া গেছে। স্বতন্ত্র জোট থেকে ডাকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী তলিম হাসান রিজভী ফেসবুকে শহীদুল্লাহ হলের একটি ছবি দিয়ে লেখেন, শহীদুল্লাহ হলের ভোটার লাইন আটকে ভেতরে এক দেড় ঘণ্টা ধরে ক্ষমতাসীন দলের কর্মীরা লুডু খেলছেন। এছাড়া আরো বিভিন্ন হলে নাম প্রকাশ না করার শর্তে ভোটাররা বলেন, আমরা দীর্ঘসময় যাবত ভোটার লাইনের একই জায়গায় দাড়িয়ে রয়েছি। ভেতরে জটলা পাকিয়ে আমাদের ভোটপ্রদানের ক্ষেত্রে বাধা প্রদান করা হচ্ছে।

ইনিউজ ৭১/এম.আর