
প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ১৭:৫১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে একটানা দুপুর ২টা পর্যন্ত। আর এর মধ্য দিয়ে শেষ হচ্ছে দীর্ঘ ২৮ বছরের প্রতীক্ষা। নানা জল্পনা কল্পনা শেষে 'দ্বিতীয় পার্লামেন্ট' খ্যাত এ নির্বাচনে ৪৩ হাজার ১৭৩ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। হলে হলে দেখা গেছে ভোটারের দীর্ঘ লাইন। ঐতিহাসিক এই নির্বাচন ঘিরে ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে ঢাবি ক্যাম্পাস, যেন জাতীয় নির্বাচনের আবহ। ব্যালট, সিল, ব্যালট বাক্সসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম আগেই পৌঁছে যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেইসঙ্গে প্রস্তুত হয় নির্বাচনী কেন্দ্র ও ভোটিং বুথগুলো। সব প্রস্তুতি শেষে এখন চলছে ভোট।

ইনিউজ ৭১/এম.আর