নরসিংদীতে জন্ম নিলো ২ মাথাওয়ালা বাছুর, দর্শনার্থীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১০ই মার্চ ২০১৯ ০৮:০৮ অপরাহ্ন
নরসিংদীতে জন্ম নিলো ২ মাথাওয়ালা বাছুর, দর্শনার্থীদের ভিড়

নরসিংদীতে এক গাভীর দুই মাথা বিশিষ্ঠ এক বাচ্চা জন্ম নেয়ার বিশ্বয়কর এক সংবাদ পাওয়া গেছে। জেলার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন সৈয়দনগর দড়িপাড়া গ্রামের গরু ব্যবসায়ী কাজল মিয়া গত ৭ মার্চ শুক্রবার বগুড়ার একটি বাজার থেকে অস্টেলিয়ান গাভীটি ১ লক্ষ ২৫ হাজার টাকার বিনিময়ে ক্রয় করে।

পরে গত ৯ মার্চ শনিবার সকাল ১০ টায় অস্টেলিয়ান গাভিটি জোরা মাথার একটি বাচ্চা প্রসব করে। গাভীর মালিক কাজল মিয়া সুস্থতার জন্য পশু ডাঃ মোঃ কাউছার প্রধানকে চিকিৎসার জন্য দায়িত্ববার দেন। বর্তমানে গাভীর বাচ্চাটি সুস্থ আছে। গাভীর মালিক কাজল মিয়া জানায় আল্লার অশেষ রহমত আমার ক্রয়কৃত গাভীর জোড়ুয়া মাথা বাচ্চা হয়েছে।

আমি খুশি ,আল্লাহ চাইলে তো গাভীর মালিকের বাড়িতে বাচ্চা বাছুর টি প্রসব করতে পারত। বাচ্চাটি সুস্থ রাখতে আমি আমার সাধ্য মতো চেষ্ঠা করব। এই চাঞ্চল্যকর ঘটনা দেখতে  জেলার বিভিন্ন স্থান থেকে শত-শত মানুষ ভীড় জমায়। আগ্রহী নারী-পুরুষ শিশু-কিশোররা এসে প্রত্যক্ষ করছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব