কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সুহৃদের সদস্য সংগ্রহ সপ্তাহ শুরু হয়েছে। রবিবার (১০ মার্চ) সকালে তামান্না আক্তার ও তোফাজ্জল হোসেনের কাছে সদস্য ফরম দেয়ার মাধ্যমে সপ্তাহের উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা সংলগ্ন বুথ থেকে প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত সুহৃদের সদস্য ফরম সংগ্রহ করা যাবে।
সদস্য সপ্তাহের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং শাখা সুহৃদের উপদেষ্টা আলি আহসান ও অর্নব বিশ্বাস। উল্লেখ্য, দৈনিক সমকাল পত্রিকার পাঠক সংগঠন সুহৃদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।