'বর্ষার আগেই রোহিঙ্গাদের ভাসান চরে স্থানান্তর'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১০ই মার্চ ২০১৯ ০৫:৫৬ অপরাহ্ন
'বর্ষার আগেই রোহিঙ্গাদের ভাসান চরে স্থানান্তর'

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বর্ষা মৌসুমের আগেই বাংলাদেশ সরকার, রোহিঙ্গাদেরকে ভাসান চরে স্থানান্তর করতে চায় বলে। সকালে রাজধানীর হোটেল রেডিসনে, ওমেন সামিট অ্যান্ড এসডিজি অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি জানান সরকার তাদেরকে স্থানান্তরের জন্য এখন পুরোপুরি প্রস্তুত তবে কিছু উন্নয়ন সংস্থা রোহিঙ্গাদেরকে ভাসান চরে যেতে নিরুত্সাহিত করছে। যেকারণে স্থানান্তর প্রক্রিয়া কিছুটা পিছিয়ে পড়েছে। এসময় তিনি আরো বলেন, রোহিঙ্গা ইস্যুতে অভিযুক্ত মিয়ানমার সেনাবাহিনীর বিচারে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিনিধি দলকে সহযোগিতা করবে বাংলাদেশ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব