ব্রাহ্মণবাড়িয়ায় “দুর্যোগ মোকাবিলায় প্রস্ততি,হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” এ স্লোগানে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস।দিবসটি উপলক্ষে আজ রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের নেতৃত্বে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিয়াজ মুহাম্মদ হাই স্কুল মাঠে এসে শেষ হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মো. শাহেদুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ আল মামুন সরকার সহ নানা শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।পরে আলোচনা সভা ও দুর্যোগ প্রশমনে স্থানীয় ফায়ার ব্রিগেড মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।