
প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ২৩:১

ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে লে র ধাক্কায় ডিঙ্গি নৌকা ডুবির ঘটনায় নিহত পাঁচজনের দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এখনও শাহিদা বেগম (৩০) নামে একজন নিখোঁজ রয়েছেন। রবিবার (১০ মার্চ) সকাল ৮টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার দক্ষিন তারাবুনিয়া কিরননগর উচ্চ বিদ্যালয় মাঠে পর পর দু’দফা জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। স্থানীয় ভাবে জানা যায়, শনিবার রাত ২টায় অ্যাম্বুলেন্সে করে নিহত দেলোয়ার (৩২), তার স্ত্রী জামসেদা বেগম (২৫), ছেলে জোনায়েদ (৬), নিখোঁজ শাহিদার দুই মেয়ে মীম (৮) ও মাহির (৬) মরদেহ গ্রামের বাড়ি ভেদরগঞ্জের দক্ষিন তারাবুনিয়ায় পৌঁছায়।
রবিবার সকাল ৮টায় স্থানীয় কিরননগর উচ্চ বিদ্যালয় মাঠে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ নিজে উপস্থিত থেকে নিহতদের পরিবার ও স্বজনদের সান্ত¡না দেন এবং সকল কাজের তদারকি করেন। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, শোকসন্তপ্ত পরিবারকে সান্ত¡না দেয়ার মতো ভাষা আমাদের নেই। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে যতোটুকু সম্ভব পাশে থাকার চেষ্টা করছি।

ইনিউজ ৭১/এম.আর