ভোলার তজুমদ্দিনে র্যালী, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতিয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৯ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো- দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুকি। রবিবার সকালে উপজেলা প্রসাশনের আয়োজনে দিবসটি উপলক্ষে কর্মসূচি বাস্তবায়ন করেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
কর্মসূচিতে অংশ নেন সিপিপি, কোস্টট্রাস্ট, ইসলামিক রিলিফ, চন্দ্রদ্বীপ ফাউন্ডেশন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম সাজু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকাত আলী, সহকারী শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান রিয়াদ হেসেন হান্নান, প্রেসক্লাব সভাপতি মোঃ রফিক সাদী, সিপিপি ভারপ্রাপ্ত টিম লিডার সিদ্দিকুর রহমান প্রমুখ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।