শনিবার (৯ মার্চ) সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৬ জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ নিখোঁজ সাহিদার মরদেহ রোববার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট এলাকা থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিয়ষটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল হাসান।
এর আগে সদরঘাট নৌ পুলিশ থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, শনিবার সকালে বুড়িগঙ্গা নদীর ওয়াইজঘাট অংশে দেলোয়ার (৩৮) ও জুনায়েদের মরদেহ ভেসে ওঠে। পরে বেলা সাড়ে ১২টার দিকে ভেসে ওঠে মীমের মরদেহ। এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সদরঘাটের বরিশাল লঞ্চ ঘাটে সুরভী-৭ লঞ্চের ধাক্কায় ডুবে যায় একটি ডিঙি নৌকা। শুক্রবার দুপুরে দেলোয়ারের স্ত্রী জামসিদা (২০) মরদেহ ভেসে উঠে বুড়িগঙ্গায়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।