‘‘দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রবিবার সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালীটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদিক্ষণ শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর।
অন্যানের মধ্যে বক্তব্য দেন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর অফিসার জি.এস সাইফুল ইসলাম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু, কাউখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ। সভা শেষে চিত্রঅঙ্কন প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।