সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে বেশ ভালো। ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে তার শারীরিক অবস্থা। তিনি চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক কথা বলছেন। আগামীকাল সোমবার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।
ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী রবিবার সকালে এ তথ্য জানান। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বর্তমানে ওবায়দুল কাদের চিকিৎসাধীন আছেন। এর আগে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান। এসময় সেখানে উপস্থিত ছিলেন তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই আব্দুল কাদের মীর্জা, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমানসহ অনেকে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।