তালুকদার মামুন, বিশেষ প্রতিনিধি : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ উপলক্ষে, হিজলা উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীগণ তাদের প্রতীক নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে ব্যস্ত সময় পার করছেন। হিজলায় এবার উপজেলা পরিষদ নির্বাচনে ৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছেন। এর মধ্যে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে আছেন সুলতান মাহমুদ টিপু। স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে আছেন বেলায়েত হোসেন ঢালী, ঘোড়া প্রতীক নিয়ে এডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী স্বপন এবং কাপ পিরিচ প্রতীক নিয়ে এডভোকেট কাজী জাকির হোসেন প্রতিযোগিতা করছেন।
এবারের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় প্রথম ৩ জন গুয়াবাড়িয়া ইউনিয়ন থেকে এবং কাজী জাকির একক ভাবে বড়জালিয়া ইউনিয়ন থেকে প্রতিযোগিতা করছেন। গুটি গুটি পায়ে অনেকটা এগিয়ে প্রচারণা চালাচ্ছেন কাজী জাকির। তিনি ইতোমধ্যে হিজলার ৬ টি ইউনিয়নের প্রায় প্রতিটি ওয়ার্ডে তার প্রচারণা ছড়িয়ে দিয়েছেন। সাধারণ ভোটারগণ অনেকেই কাজী জাকিরকে এগিয়ে রেখেছেন এবারের নির্বাচনে। আপনি কেনো স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন ? এমন প্রশ্নের জবাবে কাজী জাকির বলেন, দল যেহেতু এবারের উপজেলা পরিষদ নির্বাচন উন্মুক্ত করেছে তাছাড়া অন্য কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। তাই সুযোগটা কাজে লাগাতে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। সাধারণ জনমত জরিপে দেখা যায়, নৌকা প্রতীকের পাশাপাশি কাপ পিরিচ প্রতীক নিয়ে কাজী জাকির গুটি গুটি পায়ে অনেকটাই এগিয়ে। ২৪ মার্চ হিজলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ভোটারদের মনে জায়গা করে নিয়েছেন কাজী জাকির। হিজলায় কাজী পরিবারের বিরাট একটা অংশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তাই হিজলায় আওয়ামীলীগের রাজনীতিতে কাজী পরিবারের গুরুত্ব ও চাহিদা রয়েছে । স্বতন্ত্র প্রার্থী হয়েও কাজী জাকির জন সমর্থনে এগিয়ে রয়েছেন বলে অনেকেই ধারণা করছেন ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।